বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
ইসলাম গ্রুপের একটি গার্মেন্টর্সে আগুন জ্বলছে। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপের একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করে যাচ্ছে। শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ওই গার্মেন্টসের একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ যুগান্তরকে বলেন, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
এসএস