মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
মোনা আক্তার। ফাইল ছবি
অনলাইন সংস্করণ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মোনা আক্তার অবশেষে মারা গেল।
প্রায় ১০ মাস চিকিৎসার পর মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যায়।
বুধবার তার লাশ বাড়িতে এলো হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সহপাঠীরা খেলার সাথীকে হারিয়ে ওরা নির্বাক, নিশ্চুপ। তাদের চোখে শুধু অশ্রুবন্যা!
মোনা আক্তার বোকাইনগর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও তার পরিবার সূত্র জানায়, প্রায় ১০ মাস আগে সকালে বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে হোঁচট খেয়ে পুকুরে পড়ে যায় মোনা আক্তার। ওই সময় তার মেরুদণ্ড ভেঙ্গে যায়।
দীর্ঘদিন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাত ১১টায় সে মারা যায়। বুধবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন জানান, মোনা আক্তার ছিল অত্যন্ত শান্ত, মেধাবী ও সবার আদরের।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস