বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে লিটন মিয়া (২৮) নামের গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি গুলি করে লক্ষাধিক টাকার স্ক্র্যাচ কার্ড, সিম ও রিচার্জের টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত লিটনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার বাগজান গ্রামের আব্দুল লতিফের ছেলে।
গ্রামীণফোনের জেলা ডিস্ট্রিবিউটর ফিরোজ আলম জানান, লিটন সিংগাইরের জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে আসার পথে জামসা এলাকায় অপর একটি মোটরসাইকেল থাকা দুজন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে লিটনের দুই পায়ে তিনটি গুলি করে দুর্বৃত্তরা ৭৬ হাজার টাকার স্ক্র্যাচ কার্ড, ১০ হাজার টাকার নতুন সিম ও ৫০ হাজার টাকার লোডের সিম লুট করে নিয়ে যান। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসএস