শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
সিরিজের শেষ ম্যাচে যশপ্রিত বুমরাহর গতিতেই বিধ্বস্ত নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : ঘরের মাঠেই পরাস্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।
সিরিজে দুর্দান্ত খেলেও তিনটি ম্যাচে তীরে গিয়ে তরী ডোবায় স্বাগতিক নিউজিল্যান্ড। রোববারও তার ব্যতিক্রম হয়নি। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাত রানে হেরেছে নিউজিল্যান্ড।
এর আগেই দুটি ম্যাচ জিততে জিততে টাই করে সুপার ওভারে গিয়ে হেরেছিল স্বাগতিকরা। শেষ ম্যাচেও নাটকীয় ধসে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের।
রোববার টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত তিন উইকেটে সংগ্রহ করে ১৬৩ রান। টার্গেট তাড়া করতে নয় উইকেটে ১৫৬ রানে থামে নিউজিল্যান্ড। অথচ, ১৭ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে অনায়াসেই জয়ের পথেই ছিল স্বাগতিকরা। টিম সেইফার্ট (৫০) ও রস টেলরের (৫৩) ফিফটিতে তিন উইকেটেই ১১৬ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড।
জয়ের জন্য শেষ ৪৫ বলে দরকার ছিল মাত্র ৪৮ রান, হাতে ছিল সাত উইকেট। কিন্তু চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি ভাঙতেই ম্যাচের পট পরিবর্তন ঘটে। মাত্র ২৫ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। দুটি ছক্কা হাঁকালেও শেষ ওভারে ২১ রানের কঠিন সমীকরণ মেলাতে পারেননি ইশ সোধি।
চার ওভারে মাত্র ১২ রানে তিন উইকেট নিয়ে ব্যবধান গড়ে দিয়েছেন ম্যাচসেরা জাসপ্রিত বুমরা। সিরিজসেরা লোকেশ রাহুল। শেষ ম্যাচে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। ৪১ বলে সর্বোচ্চ ৬০ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসটি অবশ্য শেষ করতে পারেননি রোহিত। পায়ের পেশিতে চোট পাওয়ায় আহত হয়ে অবসরে যেতে হয় তাকে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৩/৩ (রোহিত শর্মা ৬০, রাহুল ৪৫, স্রেয়াশ আয়ার ৩৩*, পান্ডিয়া ১১*)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৯ (টেলর ৫৩, সিপার্ট ৫০, বুমরাহ ৩/১২)।
ফল: ভারত ৭ রানে জয়ী।
সিরিজ: ভারত ৫-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: যশপ্রিত বুমরাহ (ভারত)।
সিরিজ সেরা:লোকেশ রাহুল (ভারত)।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস