সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
বান্দরবান (লামা) প্রতিনিধিঃ চকরিয়া বানিয়ারছড়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে ফাইতং সুবহানিয়া নুরুল উলুম মাদরাসার এক হাফেজে কোরআন নিহত।
রবিবার (১৭ মে’২০) ১টা ৪০ মি. সময় বানিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির সান্মনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফেজে কোরআন মো. নিশান (১২) ফাইতং ইউপির মহেশখালী পাড়া ৪ নং ওয়ার্ড আবুল কাশেমের ছেলে।
সূত্রে জানা গেছে, নিহত নিশানের বড় ভাই ফরিদুল আলম (৩২) এর সাথে একজোড়া জুতো নিয়ে সিএনজি করে বাড়ি যাচ্ছিলেন। প্রতিমধ্যে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে এ নির্মম ঘটনাটি ঘটে।
স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনের আনে।
তিনি আরো বলেন, তাদের এই ভোগান্তি থেকে বাস্তে যে কোন গাড়ি পালিয়ে যেতে চাইলে এমন নির্মম দুর্ঘটনার শিকার হয়। ফাইতং মাদ্রাসার পরিচালক সরওয়ার আলম কুতুবী বলেন, আমার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মু. নিশান বানিয়ারচরা স্টেশন থেকে ভাইয়ের সাথে সিএনজি করে নিজ বাড়িতে ফেরার পথে বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ গাড়িকে দাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এক্সিডেন্ট করে এতে আমাদের প্রিয় ছাত্র মর্মান্তিকভাবে আহত হন ৷
তাকে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷ তবে পিতা অন্যত্রে বিয়ে করে সংসার করায় পিতা থেকেও যেন নেই। সে মায়ের সাথেই থাকত। এতে প্রিয় প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উপর শোকের ছায়া নেমে আসে ৷
তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ আমরা তার আত্মার মাগফিরাত ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ৷
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস