বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
উদ্ধারকৃত শিয়ালের ছানা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লার চান্দিনায় শিয়াল ছানা জবাই করে রান্না করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫০) নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনার পর রাত সাড়ে ৮টায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ১টি শিয়াল ছানার রান্না করা মাংস, অপর একটি শিয়াল ছানার কাচা মাংস উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ৫টি শিয়াল ছানাকে বনে অবমুক্ত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৬ মাসের দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম রামচন্দ্রপুর (টাটেরা) গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এছাড়া একই গ্রামের মৃত জোহর আলীর ছেলে ওবায়েদুল (৬৫), তার ভাই মফিজকে (৫৫) ১০ হাজার টাকা করে ২০ হাজার এবং সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৮) ও মৃত আবদুল লতিফের ছেলে মো. চারু মিয়াকে (৩০) ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ বলেন, বাড়েরা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংঘবদ্ধ ওই ৫ জন মিলে বাঁশ বাগানের একই গর্ত থেকে ৭টি শিয়াল ছানা বাড়িতে এনে ২টি জবাই করে। পরবর্তীতে জবাই করার জন্য আরও ৫টি শিয়াল ছানা একটি ঝুড়িতে রেখে দেয়। খবর পেয়ে খোরশেদের ঘর থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করি। আর ওবায়েদুলের ঘর থেকে ৫টি শিয়াল ছানা উদ্ধার করে শিয়ালের ওই গর্তে অবমুক্ত করি।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানতে পারি খোরশেদ আলম নিজ হাতে শিয়ালের ২টি ছানা জবাই করে এবং তার স্ত্রী রান্না করছিল। এজন্য খোরশেদ আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৪ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএস