শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত পারফরম করায় মনে হয়েছিল নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু পাকিস্তান সফরে সেই আগের দশা। আর সাম্প্রতিক সময়ে টেস্টে তো বলার মতো কিছুই করতে পারছেন না তিনি।
সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ইনিংসে ৩ উইকেট শিকার করেন ফিজ। এর পর আর এক ইনিংসে ২ উইকেটও পাননি তিনি। এসবের খেসারত গুনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার।
সোমবার তাই কোনো রাখঢাক রাখলেন না বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সরাসরি তিনি বলেই দিলেন, মোস্তাফিজ আসলেই চাপের মধ্যে আছে। এ অবস্থা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এ জন্য কাটার মাস্টারকে বেশ কিছু টেকনিক্যাল কাজ করতে হবে।
ফিজকে এখনও এক নম্বর বোলার বলতে আপত্তি নেই এ প্রোটিয়া কোচের। তবে তিনি বলেন, মোস্তাফিজ জানে, সে এখন কিছুটা চাপে আছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তবে স্কিল ও অভিজ্ঞতার বিচারে এখনও আমাদের এক নম্বর বোলার ও। অতীতে চাপের মধ্যে দারুণ পারফরম করেছে সে। তার ফর্মের ওঠানামা থাকতেই পারে। কারণ এটি খুব কঠিন কাজ। আমার পূর্ণ বিশ্বাস আছে, সাদা বলে ঘুরে দাঁড়াবে ও।
ফিরে দাঁড়িয়ে আবার টেস্ট দলে ফিরতে মোস্তাফিজকে কী করতে হবে, তাও বাতলে দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, তাকে এখন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বিশেষভাবে কাজ করতে হবে। টেস্ট খেলতে হলে ওকে কিছু কাজ করতে হবে। আমি জানি, চার্ল ল্যাঙ্গাভেল্ট ফিজকে নিয়ে ব্যস্ত ছিল। গিবসনও ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বল ভেতরে ঢোকানো নিয়ে তার সঙ্গে কাজ চালিয়ে যাবেন। ফের টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হতে ওর কিছু টেকনিক্যাল কাজ করতে হবে।
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে মোস্তাফিজ এখনও ডমিঙ্গোর প্রথম পছন্দ। তবে টেস্টে হাসান মাহমুদের মতো তরুণদের পরীক্ষা করে নিতে চান তিনি। টাইগার কোচ বলেন, টেস্টের জন্য বিবেচিত হতে হলে ফিজকে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। আমি সাদা বলের কথা বলছি না। টেস্টের ক্ষেত্রে আমরা বাকি অপশনগুলো নিয়ে ভাবছি। হাসান মাহমুদ হতে পারে তন্মধ্যে একজন। সে অনেক প্রতিভাবান। টেস্টের ক্ষেত্রে আমাদের বাকি বোলারদেরও বাজিয়ে দেখতে হবে।