শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন ইশরাকের মা ইসমত আরা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ছেলের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ইশরাকের মা ইসমত আরা। শনিবার সকালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কেন্দ্রে ভোট প্রদানের পর ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের মা এ কথা বলেন।
তিনি বলেন, আমি ইভিএমে ভোট দিয়েছি। কোন সমস্যা হয়নি। তবে যারা নতুন বোঝে না তাদের কিছু সমস্যা হচ্ছে।
পোলিং এজেন্ট অনুপস্থিতির বিষয়ে ইসমত আরা বলেন, এজেন্ট কেন নেই, কিছুই বলতে পারছি না। তবে ইশরাকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। গত ১০ জানুয়ারি প্রচার শুরু হয়ে বৃহস্পতিবার প্রচার শেষ হলো। মোট ২১ দিন প্রচারের সুযোগ পান প্রার্থীরা।
এসএস