বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা শাখার অনুদান ও হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্নবাসন, গৃহনির্মান, ক্ষুদ্র ব্যবসা এবং চিকিৎসাসহ বিভিন্ন খাতে অর্থিক অনুদান বিতরণকরা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার এ অনুদানের নগদ অর্থ, চেক ও সেলাই মেশিন প্রতিবন্ধীদের হাতে তুলে দেন।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার তার বক্তব্যে বলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সব সময় দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও আমরা নিজেদের অর্থয়নে এবং বিভিন্ন সরকারি, বেসরকারি ও এনজিওর মাধ্যমে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্নবাসনের ব্যবস্থা করে যাচ্ছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যায়ের ব্যাজেট অনুমোদনের জন্য পেশ করেন সংস্থার কোষাধক্ষ্য হারুনার রশিদ। সভায় অনেকেই মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস-চেয়ারম্যান মোকলেছুর রহমান ও শ্রী মাধব চন্দ্র সরকার, যুগ্ন-মহাসচিব এস এম নূর সোলায়মান, সহকারী মহাসচিব মনিরুল ইসলাম, মহিলা বিষয় সাফিয়া খাতুন ও সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের ইনচার্জ আব্দুর রহিম প্রমূখ।
সভায় ১৮৯ জন জাতীয় সাধারণ পরিষদের সদস্য ও ২১০ জন ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার হতদরিদ সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মহিলা পুরুষ তাদের নামে বরাদ্দকৃত অনুদানের নগদ অর্থ এবং চেক গ্রহন করেন।
এসএস