মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আগামী বছর থেকে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রম চালু করছে সরকার। ১০০টি উপজেলায় ১টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের আওতায় ২০২১ শিক্ষাবর্ষ থেকেই ২৫টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে পাঠদান শুরু হচ্ছে।
এ শিক্ষাক্রমে সাধারণ ধারার বিষয়গুলোর সাথে ‘কর্মমুখী প্রকৌশল শিক্ষা’ নামের একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে একটি খসড়া প্রবিধানও তৈরি করেছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী বছর থেকে নতুন এ শিক্ষাক্রমে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
জানা গেছে, জেএসসি ভোকেশনালে ভর্তি হতে শিক্ষার্থীরা ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের অফিসে ফরম বিতরণ করা হবে। আগামী ১৭ জানুয়ারি লটারির মাধ্যমে এ শিক্ষাক্রমের ৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ১৮ থেকে ২৫ জানুয়ারি শিক্ষার্থী ভর্তি করা হবে। আর ১৮ জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমে ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে।
এসএস