শনিবার, ০৩ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের সোর্স জাকির হোসেন খুনের সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
বুধবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর টঙ্গী এলাকার মুরকুন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (২৭) ও টঙ্গীর মুরকুন এলাকার মো. রুবেল হোসেনের স্ত্রী ঝর্ণা আক্তার (২১)।
এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান জানান, মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া এলাকায় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জেরে পুলিশের সোর্স মো. জাকির হোসেনের (৬০) দুই পায়ের উরু এবং শরীরের একাধিক স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিমের মৃত্যু হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করা হলে র্যাব সদস্যরা বুধবার রাতে ওই দুইজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তাদের মাদক ব্যবসার খবরা-খবর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ করে দিত বলে পুলিশের সোর্স জাকির হোসেনকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়।
এসএস