মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য।
বৃহস্পতিবার রাতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল নাসির (২৮) উখিয়া উপজেলার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) বি-২৬ নং ব্লকের বাসিন্দা মো. জাকেরের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১টায় র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সশস্ত্র মাদকের চালান বহনকারী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে র্যাবের ৩ জন সদস্য আহত হন। র্যাব সদস্যরা সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে ৬৬ হাজার ৯শ ১৫পিস ইয়াবা, ২টি ওয়ান শ্যুটার গান, ৫রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি খালি খোসা ও নগদ ৩ হাজার টাকাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ মাদক কারবারীকে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসএস