বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : তিনি অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক। টেস্ট আর টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চকে ছাড়া তাই একাদশ সাজানোর উপায় নেই অসিদের। অথচ ফরমেট বদলে টেস্ট হলে এই ফিঞ্চের জায়গাই হয় না দলে।
টেস্টের জার্সিটা যেন ফিঞ্চের গায়ে জুতসই হয় না। ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক, ওই বছরই তিন মাসের মাথায় ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলে ফেলেন ভারতের বিপক্ষে। সেখানেই থামতে হলো। ৫ টেস্টে ২৭.৮০ গড়ে রান করা ফিঞ্চের এরপর আর জায়গা হয়নি।
সামনে আর হবে বলেও আশাবাদি হতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্রায় দুই বছর হতে চলল টেস্টের বাইরে। এখন ফিঞ্চের সব মনোযোগ, সাদা বলের ক্রিকেটে। ২০২৩ বিশ্বকাপকে শেষ ধরে এগুচ্ছেন তিনি।
টেস্টে ফেরার ভাবনা নিয়ে ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি, আমার টেস্ট ক্রিকেটে ফেরা বাস্তবসম্মত হবে না। এই ফরম্যাটে ফেরার সুযোগ খুব কম বলেই আমি মনে করি।’
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক যোগ করেন, ‘তাছাড়া তরুণ ব্যাটসম্যানরা উঠে আসছে, অস্ট্রেলিয়ায় বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান। এই মুহূর্তে পাইপ লাইনও দুর্দান্ত। তাই আমি মনে করি না আমার কোনো সুযোগ আছে।’