শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর ডেমরা এলাকায় ডিএনডি খালে পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
অধিদফতরের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। অনেকেই এসে মরদেহ দেখে শিশুটিকে শনাক্তের চেষ্টা করছেন।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএনডি খালে এক শিশু নিখোঁজের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর নিখোঁজ শিশুর সন্ধানে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ডিএনডি খালে এক শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এসএস