মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সদ্যপ্রয়াত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নানের প্রতি সম্মান জানিয়ে ঢাকার আদালতের কার্যক্রম মুলতবি রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার প্রতি সম্মান জানিয়ে আদালতের কার্যক্রম মুলতবি রাখা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেনছে।
এর আগে বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
পিপি আব্দুল্লাহ আবু বলেন, কিছুদিন আগে করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন আব্দুল মান্নান। এরপর তিনি সুস্থ হন। কিছুদিন আগে আবার অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিকে তিনি মারা যান।
এসএস