মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সঙ্গে থাকবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এছাড়া বলিউড সুপারস্টার সালমান খানেরও অংশ নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর। মূল আসর শুরুর তিন দিন আগে অর্থাৎ ৮ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলটি হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। বিদেশি তারকাদের দেশীয় তারকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। জানা গেছে, এ তালিকায় দেশিদের মধ্যে আছেন জেমস, মমতাজসহ অনেকে।
এবারের আসরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ১৭ জানুয়ারি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম