সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : দু’দিনের এক তাৎপর্যপূর্ণ সফরে ঢাকা আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগান। তার আগে তিনি ৩ দিন দিল্লি সফরে কাটাবেন। স্টেট ডিপার্টমেন্টের মূখপাত্রের দপ্তর প্রচারিত মিডিয়া নোটে যুগল ওই সফরের বিস্তারিত কর্মসূচী তুলে ধরা হয়েছে। সেগুনবাগিচার তরফেও বাইগানের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, করোনার মধ্যে বাইগানের সফরটি হচ্ছে, সঙ্গত কারণেই দ্বিপক্ষীয় অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে সেখানে আলোচনা হবে।
ঢাকার ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্প প্রশাসনের কী পয়েন্ট অর্থাৎ নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাইগানের এই মুহুর্তের সফর ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার আলামত হিসাবে বিবেচ্য। দিল্লির চোখে ওয়াশিংটন বাংলাদেশকে দেখে না মর্মে সাম্প্রতিক সময়ে যে বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র আসন্ন সফরটি তারই ইঙ্গিত। মার্কিন মিডিয়া নোট বলছে, ডেপুটি সেক্রেটারি অব স্টেট বাইগান ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকছেন।
এসএস