কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাসার খাটের নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাধব দেবনাথের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় জখমের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে এটি এখনও জানা যায়নি। এ ঘটনায় তার আত্মীয়সহ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসএস