বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর চকবাজার এলাকা হতে তুষের বস্তার ভেতর থেকে ৭৮০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে র্যাব-১০ কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে একটি দল চকবাজার থানার কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- দিনাজপুরের মো. মিঠুন (২২), যশোরের মো. আজিজ (৩৮), মো. আজম (৩৭) ও রুহুল আমিন (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৬টি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশ এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।
এসএস