সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
স্টাফ রিপোটার : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে আওয়ামী লীগের ইতিহাস- ঐতিহ্য ও অর্জন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
দেশের রাস্তাঘাট,সেতু,কালভার্টসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। ধামরাইয়ের সাংসদ বেনজীর আহমদ বলেন, সোনার বাংলা গড়তে শেখ মুজিবর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তাঁর অসমাপ্ত কর্মগুলি বাস্তবায়ন করছেন আজকের বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে দেশে অভ’তপূর্ব উন্নতি হচ্ছে। এছাড়া তিনি সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন ।
গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই দক্ষিণপাড়া সিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগে সিনিয়র সহসভাপতি এডভোকেট আবুল কাশেম রতন,যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু ও শেষ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।