শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ার এক ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাবলী রেডিও কলোনীর নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। এদিকে তার গ্রেফতারের খবরে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ধামরাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। আমরা ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বাবলী আক্তার নামের ওই তরুণীর সম্পৃক্ততা পাই। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। ওই মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী নামের ওই তরুণী গরুগুলো নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার গ্রেফতারের খবরে আজ বুধবার দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।’