বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
ধামরাইয়ে পুলিশ পরিচয়ে একদল ডাকাত অস্ত্রের মুখে এক সংখ্যা লঘু পরিবারকে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে।
পুলিশ ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, বারবারিয়া গ্রামের গদাধর হালদারের বাড়িতে শুক্রবার রাত দুইটার দিকে পুলিশ পরিচয়ে একদল ডাকাত জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে।এরপর গদাধর হালদার ও তার স্ত্রী বিভা রানীকে অস্ত্রের মুখে জিম্মি করেন তারা। এ সময় বিভার গলায় স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় তারা। এরপর আমার কাছ থেকে আলমারির চাবি নিয়ে তা খোলে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।
বিভা রানী বলেন,কিছু বুঝে উঠার আগেই একদল ডাকাত আমার গলায় ছুরি ধরে বলে আমরা পুলিশের লোক। তোর ঘরে অবৈধ অস্ত্র আছে- এমন কথা বলে বিভিন্ন আলমারি খুলে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা লুটে নেয়।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, জানালার গ্রীল ভেঙ্গে চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। উর্ধতন কর্মকর্তার নির্দেশে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।