শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
ফাইল ছবি
রাকিবুল হাসান(ধামরাই) প্রতিনিধি : ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ ও সরবরাহ করার অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ইস্যুকৃত চালানে বিনামূল্যে সরকারি পাঠ্য পুস্তক বরাদ্দ ও সরবরাহ প্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম লেখা রয়েছে স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রকৃত পক্ষে এই নামে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ধামরাইয়ে নেই।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা বলেন, আমি একটু বাইরে আছি। অফিসে গিয়ে জেনে নিন। তবে ধামরাইয়ে এই নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র।
এসএম