বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নরসিংদীতে আন্তজেলা অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৫০) ও নরসিংদীর মাধবদী থানার পাকুরিয়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী জরিনা আক্তার সাথী (৩০)।
গোয়েন্দা পুলিশ জানায়, সদর উপজেলার পাঁচদোনা বাজারের রিতু মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকানি রিতু সিংহ। তিনি প্রতিদিনের ন্যায় গত শনিবার (২২ আগস্ট) সকালে বাড়ি থেকে দোকানে আসেন এবং ব্যবসার কার্যক্রম পরিচালনা করেন। ঐদিন রাত ৯ টায় রিতুর কাকাতো ভাই মিঠুন সিংহের বন্ধুর মোবাইল নম্বরে রিতুর মোবাইল নম্বর থেকে ফোন আসে। ফোনে জানানো হয় রিতু সিংহ অজ্ঞাতনামা লোকের কাছে আটক আছে এবং ১ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে মুক্তি দেবে, নতুবা মেরে ফেলবে। ঘটনাটি মিঠুন সিংহ অবগত হয় এবং মোবাইলে যোগাযোগ করলে অপহরণকারীরা রিতুকে মারমিট করে কান্নার শব্দ শোনায়। পরবর্তীতে রিতুর আত্মীয়স্বজন অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩৫ হাজার টাকা মুক্তিপণ দিলেও তারা রিতু সিংহকে মুক্তি দেয়নি।
পরিবারের লোকজন নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে পরদিন রবিবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অপহরণের বিষয়টি মৌখিকভাবে অবগত করেন। মৌখিক অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই জাকারিয়া আলম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করে পাঁচদোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত রিতুর সঙ্গে থাকা মোবাইল সেট, জাতীয় পরিচয়পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড রেখে বিকেলে কাকশিয়া এলাকায় রিতুকে ছেড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে এসআই জাকারিয়া আলম অপহরণের শিকার রিতুকে নিয়ে মাধবদী থানার পাকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ ঘটনায় জড়িত আন্তজেলা অপহরণ চক্রের সদস্য নুরুল ইসলাম ও জরিনা আক্তারকে গ্রেপ্তার করেন।
এ সময় আসামিদের দখল হতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। অপহরণের শিকার রিতু সিংহ জানান, অপহরণকারী চক্রের মহিলাটি রং নম্বরে কথা বলে কৌশলে তার বাড়িতে নিয়ে তাকে আটক করে রাখে। এ সময় মহিলার সঙ্গে অপহরণকারী চক্রের অপর সদস্যরা মারপিট করে এবং মুক্তিপণ আদায় করে। এসআই জাকারিয়া আলম বলেন, এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএস