শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।
বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুল্কা সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অভিযানে পরিবেশ অধিদফতরে পক্ষ থেকে নের্তৃত্ব দেন জেলা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (ডিডি) সাঈদ আনোয়ার।
বন্দর উপজেলার কেওঢালা গ্রামে বুধবার চালানো ওই অভিযানে মেসার্স ভাই ভাই ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া বন্দর উপজেলার কেওঢালা গ্রামে মেসার্স আওলাদ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে।
অভিযানকালে অপর একটা ইটভাটা মেসার্স আনন্দ ব্রিকসের মালিকসহ শ্রমিকরা সবাই ভয়ে পালিয়ে গেছে তাই জরিমানা করা সম্ভব হয়নি।
স্থানীয় মেম্বারকে বলে আসা হয়েছে, ইটভাটার মালিক যেন কোনক্রমেই ভাটায় আগুন না দেন। যদি আইন লংঘন করে ইটভাটায় আগুন দেয় তাহলে উচ্ছেদ করা হবে।
অবৈধ ইট ভাটারায় অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান পরিবেশ অধিদফতরের ডিডি সাঈদ আনোয়ার।
এসএম