সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল বুধবার নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেন।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে পরিদর্শক পদে আছেন একজন। বাকিরা সহকারী উপপরিদর্শক ও সহকারী টাউন উপপরিদর্শক পদে আছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার এসপি মোহাম্মদ জায়েদুল আলম বলেন, যেসব থানায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মকর্তা আছেন, তাঁদের সরিয়ে যেখানে কম, সেখানে পাঠানো হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ একবারের বেশি এক থানায় কাজ করেছেন। তাঁদেরও বদলি করা হয়েছে। রুটিন ওয়ার্ক হিসেবে তাঁদের বদলি করা হয়েছে।
এসএম