রবিবার, ১১ মে ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হুমায়ুন রশীদ দারুন (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার সন্ধ্যায় ফতুল্লার বাবুরাইল এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দেন দারুন। পরে তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দারুন শহরের ডিআইটি ও আশপাশ এলাকাতে প্রভাব বিস্তার করতেন। এর আগে একাধিবার গ্রেফতার হন তিনি।
তার পরিবারের সূত্রে জানা যায়, সোমবার বিকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় দারুনের। এর পরেই নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে গেছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
এসএস