শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সারাদেশে সংঘঠিত নারী ও শিশু ধর্ষণসহ এবং পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন পালিত হয়েছে।
খেলাফত মজলিসের আয়োজনে শতাধিক লোকের অংশগ্রহণে সিংগাইর বাসস্ট্যান্ডে রবিবার (১১ অক্টোবর) বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয় ।
মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও মুফতি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা মোঃ ইসমাইল হোসেন খান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর হোসেন ও মাওলনা আনিসুর রহমান প্রমূখ। বক্তরা নারী ও শিশু ধষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।
এসএস