শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
প্রতীকী ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের অশ্বদিয়া স্টিলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রাতে কবিরহাট থেকে সোনাপুরে যাচ্ছিল অটোরিকশাটি।
অশ্বদিয়া স্টিলের ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৯০৩০) ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এসএম