শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে সাভারবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌর ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম। ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তিনি সকলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
তিনি বলেন, “ঈদুল ফিতর সাম্য, ভ্রাতৃত্ব ও সুখের বার্তা বয়ে আনে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন করাই হোক আমাদের অঙ্গীকার।” তিনি সাভারের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
তাজ খান নাঈম আরও যোগ করেন, “ছাত্র দলের পক্ষ থেকে আমরা সাভারের তরুণ সমাজকে নিয়ে সামাজিক উন্নয়ন ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ঈদের এই পবিত্র দিনে আমাদের এই প্রচেষ্টা আরও বেগবান হোক।”
ঈদ উপলক্ষে তিনি সকলের সুস্থতা, সুখ ও শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করেন।