শনিবার, ০৩ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার: মহামারী এই করোনা ভাইরাসের সংক্রমণ না কমলে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় বলছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, সত্যি কথা বলতে, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটা বাস্তবে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখবে, এসব এই মুহূর্তে ভাবাই যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা কেউ জানি না আন্তর্জাতিক বিমান বা বিদেশভ্রমণ কবে থেকে চালু হবে। কবে লকডাউন উঠবে, তার আগে খেলা নিয়ে চিন্তাই করা যাচ্ছে না।
তবে কোনো কারণে বিশ্বকাপ না হলে আর্থিক সংকটে পড়ে যাবে বাংলাদেশ-পাকিস্তানের মতো অনেক ক্রিকেট বোর্ড। এই শঙ্কা বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়ারও রয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস