বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
ইনিংস হার এড়াতে ব্যর্থ বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক ।ছবি-সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।
২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১২৬ রান করেছিলো বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৮৬ রান করতে হতো টাইগারদের।কিন্তু চতুর্থ দিন ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ।
৩৭ রান নিয়ে শুরু করে ৪১ রানে থামেন অধিনায়ক মুমিনুল হক। শূন্য হাতে খেলতে নেমে ২৯ রানে ফিরেন লিটন দাস। আর টেল-এন্ডারদের মধ্যে রুবেল হোসেন ১, আবু জায়েদ শূন্য রান করে ফিরেন। শূন্য রানে অপরাজিত ছিলেন এবাদত হোসেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৪টি, মোহাম্মদ আব্বাস-হারিস সোহেল ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২৩৩ রান। তৃতীয় ও শেষ দফার সফরে আগামী ৫ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ সফরে একটি ওয়ানডেও খেলবে টাইগাররা।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস