সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
ড্যানিয়েল ভেট্টোরি। ফাইল ছবি
স্পোর্টস রিপোর্টার : চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখন পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত না এলেও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তা একপ্রকার নিশ্চিতই।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফরা। তবে গত কয়েক দিন আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ জানিয়েছেন, দল পাকিস্তান সফরে গেলে তারও সেখানে যেতে কোন আপত্তি নেই। তবে পাকিস্তান সফরে যাচ্ছেন না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি এটা একপ্রকার জোর দিয়েই বলা যায়।
ভেট্টোরির পাকিস্তান না যাওয়ার পেছনে অবশ্য নিরাপত্তাজনিত কোন কারণ নয়। বিসিবিই তাকে পাকিস্তান সফরে দলের সাথে রাখতে চাইছেন না। কারণ ভেট্টোরির সাথে বিসিবির চুক্তি হয়েছে মাত্র ১০০ দিনের জন্য। প্রতিদিনই তাকে পারিশ্রমিক বাবদ দিতে হয় প্রায় দুই লাখ টাকা।
পাকিস্তান সফরের আগে ভেট্টোরি স্পিনারদের নিয়ে কাজ করার সুযোগ নেই বললেই চলে। তাই ভেট্টোরির মতো খণ্ডকালীন কোচের কাজ মূলত ক্যাম্পেই। সূচি অনুযায়ী, পাকিস্তান সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও টেস্ট খেলার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম