শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
পুরান ঢাকায় ভোটকেন্দ্রের সামনে আ’লীগকর্মীদের মহড়া ।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে পুরান ঢাকার ভোট কেন্দ্রগুলোর সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
শনিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেন্দ্রের আশপাশের অলিগলিতে এমন মহড়া দিচ্ছেন।এছাড়া কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই সীমিত।পুরান ঢাকার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।
ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ডের বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১ শতাংশের কম ভোট পড়েছে। ওই কেন্দ্রগুলোতে ভোটাদের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি।
কেন্দ্রের বাইরে ও ভেতরে নৌকা মার্কার সমর্থকদের জটলা বেঁধে কয়েকটি গ্রুপে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য নির্বিকারভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
এছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি খুবই সীমিত।
ওই এলাকার কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, সকাল থেকে লোকজন কেন্দ্রের আশপাশের মহড়া দেখে সংঘর্ষের আশঙ্কায় ভোট কেন্দ্রে যাচ্ছে না। তাই কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম বলে জানান তারা।
এসএস