মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
পূবাইলে পল্লী বিদ্যুতের খুঁটি।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুরের পূবাইলে পল্লী বিদ্যুতের একটি সিমেন্টের ৪৫ ফুট খুঁটি চুরি করে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে।
শনিবার পূবাইল পল্লী বিদ্যুৎ অফিস মিরেরবাজারের ২০০ মিটার দূরত্বে ঢাকা বাইপাস রোডে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর ঠিকাদারের দিনমজুর জব্বার ও পল্লী বিদ্যুৎ পূবাইল জোনাল অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রিশিয়ান, লাইম্যানের দিকে।
এ বিষয়ে জিএমপি পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে খুঁটি বহনকারী ট্রলি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ট্রলিসহ খুঁটি জব্দ করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে ঢাকা বাইবাস হাইওয়ের মিরেরবাজার পূবাইল প্রেসক্লাবের সামনে ট্রাকের ধাক্কায় খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়ে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়।
ট্রাক আটক করলে পূবাইল জোনাল অফিসের দায়িত্বরত প্রকৌশলী মোশারফ হোসেন চালক গিয়াসউদ্দিনের কাছে খুঁটির দাম প্রায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করে। কিন্তু পরিত্যক্ত ৪৫ ফুট খুঁটিটি কেটে ৩৫ ফুট করে তালটিয়া রাসেদের রাইচ মিলের সামনে গর্ত করে পুনস্থাপন করতে ৮ হাজার টাকায় বিক্রি করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।
বাংলাদেহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম যুগান্তরকে বলেন, পরিত্যক্ত খাম্বা খুঁটি বিক্রি করার কোনো অধিকার নেই। সেটি আমাদের গোডাউনে কাজের ঠিকাদারকে ফেরত দিয়ে বিল নিতে হবে।
তবে ঠিকাদার আরিফুল ইসলাম বলছেন অন্য কথা; তিনি বলছেন, পরিত্যক্ত বৈদ্যুতিক গোডাউনে ফেরত নেয় না। তাই সেটি ওখানে ফেলে রাখা হয়েছিল। তবে কে বা কারা বিক্রি করেছে আমি জানি না।
তালটিয়া রাইসমিল মালিক রাসেদ জানান, আমার মিটারের জন্য একটি খুঁটির প্রয়োজন হলে আরিফ ঠিকাদারের কর্মী জব্বারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি যখন কাগজ ছাড়া খুঁটি লাগাতে চাইল আমি তা স্থাপন করতে দিইনি।
এ বিষয়ে পূবাইল পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মোশারফ হোসেন জানান, জব্দ করা পরিত্যক্ত খুঁটিটি যারা বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসএস