মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল। তারা বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশ্রয়ণ প্রকল্প এবং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।
রামু সেনানিবাস সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এমপির নেতৃত্বে অন্যান্য সংসদ সদস্য, সচিবালয়ের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপদস্থ ১১ সদস্যের প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে দুপুরে প্রথমে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় যান। প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাঈন উল্লাহ চৌধুরী।
প্রকল্প এলাকা সফরকালে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দেশ গঠন ও উন্নয়নমূলক কাজে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় সেনাসদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। তারা ক্যাম্প অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চান। তবে সাংবাদিকদের সঙ্গে কোন কথা হয়নি।
এ সময় ক্যাম্প-৪ (বর্ধিত) এর সিআইসি অফিসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন পরিদর্শক দলকে ব্রিফিং করেন। পরবর্তীতে তারা উখিয়ায় সেনা সমন্বয় সেলে গেলে সেনা ব্রিফিং নিয়ে আলোচনায় অংশ নেন। আলোচনাকালে কমিটির সদস্যরা সব সামরিক, আধা-সামরিক এবং বেসামরিক সংস্থা সমন্বিতভাবে রোহিঙ্গাদের নিয়ে একসঙ্গে কাজ করায় ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তারা প্রত্যাবাসন কার্যক্রম দ্রুত ও সহজতর করার উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন মো. ইলিয়াস উদ্দীন মোল্লা, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মোহাম্মদ নাসির উদ্দীন, মো. মুহিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী প্রমুখ। প্রতিনিধিদল সন্ধ্যার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্য কক্সবাজার ত্যাগ করেন বলে জানান রামু সেনানিবাসের জনসংযোগ বিভাগ।
এসএম