শনিবার, ১২ Jul ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জয়লাভের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। অবিরাম প্রচারণা চালিয়েছেন প্রধান দুই দলের চার হেভিওয়েট প্রার্থী। এবার সিটি ভোটে মেয়রদের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবেন মূলত তরুণ ও নারী ভোটাররা।
এরা যেদিকে ঝুঁকবেন, জয়ের পাল্লা সেদিকেই ভারি হতে পারে। কারণ মোট ভোটারের অর্ধেকের বেশি তরুণ। নারী ভোটাররাও হতে পারেন ফ্যাক্টর। এছাড়া বস্তিবাসী, স্থানীয় অধিবাসীরা, আঞ্চলিকতা, সনাতন ধর্মাবলম্বী, শ্রমিক ও নীরব ভোটাররাও ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এছাড়া এলাকাভিত্তিক নানা সমীকরণও ভোটের ফলে প্রভাব রাখতে পারে। শ্রমিকরা বরাবরই অধিকারবঞ্চিত। তাই তাদের ভোটও কোন দিকে যাবে সেটা গুরুত্বপূর্ণ। রাজনীতির বাইরে বড়ো একটি অংশ নীরব ভোটার। তারা সবকিছু বিবেচনা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দুই সিটিতে প্রায় ৪০ লাখ তরুণ ও নারী ভোটারের চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ যে ভোটের ক্ষেত্রে বড়ো প্রভাব রাখবে, তা আমলে নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। তরুণদের প্রত্যাশাগুলো স্থান পেয়েছে দুই সিটির মেয়র প্রার্থীদের ইশতেহারেও। নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি এসেছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দুই সিটিতে ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এবারের সিটি নির্বাচনে জয়-পরাজয়ে বড়ো ভূমিকা রাখতে পারেন তরুণ ও নারী ভোটাররা। ২০১৫ সালের তুলনায় চলতি বছর দুই সিটিতে নতুন যুক্ত হয়েছে ১২ লাখ ৪৭ হাজার ভোটার; এদের বেশিরভাগই তরুণ। এ সময়ে দুই সিটিতে যুক্ত হয়েছে ১৮টি করে ৩৬টি ওয়ার্ড। সেসব ওয়ার্ডের বাসিন্দারাও জয়-পরাজয়ের অন্যতম নিয়ামক। এ ছাড়া দুই সিটির মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তাদের সংখ্যা ২৬ লাখ ২০ হাজারের বেশি।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ভোটারই ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
এছাড়া দক্ষিণে জয়ের ক্ষেত্রে হিন্দু ভোটাররা অন্যতম ফ্যাক্টর হতে পারেন। কারণ পুরান ঢাকায় হিন্দু ভোটার বেশি। শুধু সূত্রাপুর থানায় হিন্দু ভোটার আছেন ৮০ হাজারের বেশি। এর বাইরে রায়েরবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারিবাজার, গেণ্ডারিয়া, ফরিদাবাদ, চানখাঁরপুল, অভয়দাস লেন, বংশাল, জজকোর্টের পেছনের এলাকাসহ সব মিলিয়ে প্রায় ৪ লাখের মতো হিন্দু ভোটার আছেন।
এদিকে ঢাকার দুই সিটিতে রয়েছে অসংখ্য বস্তি। উত্তর সিটির বনানীর কড়াইল বেগুনবাড়ি, তেজগাঁও, মিরপুরের চলন্তিকা, মহাখালী সাততলা বস্তি, মধুবাগ, মগবাজারের রেললাইন এলাকায়ও বস্তি রয়েছে। এছাড়া দক্ষিণ সিটির কমলাপুর, গোলাপবাগ, মানিকনগর, কামরাঙ্গীরচর, রায়েরবাজারসহ কয়েকটি এলাকায় বস্তিবাসী ভোটার রয়েছেন। সব মিলিয়ে দুই সিটিতে প্রায় কয়েক লাখ বস্তিবাসী ভোটার রয়েছেন। এই ভোটাররা কোনদিকে ঝোঁকেন সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।
এসএস