রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
লোহাগাড়া, প্রতিনিধিঃ সাংবাদিক জামাল উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার মডেল চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেছেন, লোহাগাড়ার সন্তান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম জামাল উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার মডেল।
তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির কথা আমৃত্যু তোলে ধরেছেন। তার বাচনভঙ্গী ও ভাষাশৈলী ছিলো অসাধারণ।
সাংবাদিক জামাল উদ্দিন তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম জামাল উদ্দিন স্বরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে লোহাগাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মওলানা আবদুল জব্বার ফিরোজ এর সভাপতিত্বে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক তাজ উদ্দিন, জামাল উদ্দিনের সহধর্মীনি নাজনীন বেগমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
শোকসভা শেষে অতিথিরা লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে এককালীন অনুদানের চেক হস্তান্তর করেন উল্লেখ্য, গত বছর ১১ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুবরণ করেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস