শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। রোববার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রমে শিরোপার জন্য লড়বে দুই দল। এ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। খেলায় ভারতকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
তবে বাংলাদেশ যে ছেড়ে কথা বলবে না, তা প্রিয়ম গর্গদের স্মরণ করিয়ে দিয়েছেন তারা। স্বভাবতই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর আগে ভারতীয় যুবাদের শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়ররা।
টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলতে এ মুহূর্তে নিউজিল্যান্ডে রয়েছেন কোহলিরা। টি-টোয়েন্টি শেষে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছেন তারা। এটি সমাপ্ত হওয়ার পর তাদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন সফরকারীরা।
ইতিমধ্যে কিউই মাঠিতে পা রেখেছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহাসহ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। সেখান থেকেই প্রিয়ম গর্গ, যশস্বী জয়সওয়ালদের বিগ ফাইনালের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালি লড়াইয়ে নামার আগে যুবাদের চাঙা করতে শুক্রবার সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম টুইটারে ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। তাতে দেশের জুনিয়র ক্রিকেটারদের মনোবল বাড়ানোর সবরকম চেষ্টা চালিয়েছেন পূজারা, রাহানে ও ঋদ্ধিমান। গর্গদের শুভেচ্ছা জানিয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্করও।
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকান যশস্বী। ৩ উইকেট শিকার করেন সুশান্ত মিশ্র।
টুর্নামেন্টের অপর সেমিতে শক্তিশালী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তির লড়াই দেখতে উন্মুখ ক্রিকেট বিশ্ব।
এসএস