মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামাসের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করে টানা সাত রাত বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ফিলিস্তিনিদের সীমান্তে বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরাইল সামরিক বাহিনী।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন দিয়ে হামলা ঘটনায় হামাসের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অন্যান্য বিমান দিয়ে হামলা চালিয়ে ভূ-উপরিস্থ অবকাঠামো ধ্বংস করা হয়।
গাজার নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরে বৌত লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে অভিযান চালানো হয়।
ইসরাইল অভিযোগ করে আসছে দেশটির অভ্যন্তরে হামাস রকেট লাঞ্চার ও বেলুন বোমা হামলা চালাচ্ছে। এই অভিযোগেই ওই অঞ্চলটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে গত রোববার ইসরাইলি বাহিনী গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে। ফলে করোনায় দুর্বিসহ জীবন-যাপন করছেন সেখানকার অধিবাসীরা।
এসএস