সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রদত্ত এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) লাভ করেছেন।
২০১৯ সালের জুলাই থেকে গত বছর নভেম্বর পর্যন্ত ইমরান হোসেন তুষার এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের ষষ্ঠ সংস্করণ সম্পন্ন করে এ সফলতা অর্জন করেছেন।
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তার জন্য প্রদান করে আসছে, যা ভবিষ্যতে তাদের সদস্য সংস্থাগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট তৈরিতে সহায়তা করবে।
পরীক্ষার্থীরা ৯ মাসের সার্টিফিকেট কর্মসূচিতে তিনটি ত্রৈমাসিক সেশনের মুখোমুখি সেমিনার এবং ৯ মাস অনলাইনে শেখার জন্য তাদের নাম তালিকাভুক্ত করেন। সব সেশন অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
এই সার্টিফিকেট প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করতে পারে।
মূল মডিউলগুলো হচ্ছে-বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা।
ইমরান হোসেন তুষারের এ কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাগণ।
এসএস