শনিবার, ০৩ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক মেয়র প্রার্থীকে কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজীকে এই নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেয়র প্রার্থী সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল ও পিক আপসহ শোডাউন করেছেন। যা পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১ উপবিধি (১) ও (২) এর সুষ্পষ্ট লঙ্ঘন।
নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই প্রার্থীকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখা দিতে অনুরোধ করা হয়েছে।
এসএস