সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অনলাইন সংস্করণ : বিপিএলের ৭ম আসরের উদ্বোধনী আয়োজনের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন বাংদেশের রকস্টার জেমস। তিনি মঞ্চে এসে একে একে গান করেন, মা, সুন্দরীতমা, হাম সাফারসহ আরো কয়েকটি।
বিপিএলের উদ্বোধনের প্রথম পর্ব শুরু হয় সাড়ে পাঁচটা থেকে। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। দ্বিতীয় পর্বেই বিপিএলের মূল আকর্ষণ হাজি হবে। একে একে আসেন সনু নিগাম, ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের। প্রতিদেন লেখা পর্যন্ত স্টেজে আছেন কৈলাস খের। এরপর মঞ্চ মাতাবেন ফোক সম্রাট মততা বেগম।
এই পর্বেই পারফরম্যান্স করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারপরই আসবেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।
এসএম