সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত
বিপিএলে নিজেদের দল নিয়ে আমির বলেন, আমি তো কেবল রোববার এলাম। আমি এসেই খেয়াল করেছি, আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে, বিশেষ করে কয়েকজন স্থানীয় খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি, এই আসরে আমরা খুবই ভালো করব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে এবার বিপিএলের পুরো বিষয়গুলো দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের বিশেষ আয়োজনে নেই কোনো ফ্রাঞ্চাইজি।
এবারের বিপিএল নিয়ে আমির বলেন, বোর্ড সবকিছু করায় দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই ভালো হয়েছে। আপনি যদি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও এই নিয়ম হওয়া আমাদের তেমন সমস্যায় পড়তে হয় না।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম ও তানভির ইসলাম।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ আমির, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম