রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির করা জালিয়াতির মামলায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনের জামিন বাতিল করে কারাগরে প্রেরণ করেছে আদালত।
আজ সোমবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করার আদেশ প্রদান করেন।
এর আগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করায় সেই মামলায়ও গ্রেপ্তার হন সাইদুর রহমান সুজন। তখন তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সামরিক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রাণালয়।
এলাকাবাসী জানায়, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে জাল দলিল করে জমি বিক্রি করার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন বিরুলিয়ার দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান।
গত বছরের ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি রুজু করা হয়। পরে আদালত তাকে কিছু দিনের জন্য জামিন প্রদান করেন। সোমবার আদালতে তিনি ফের জামিন নিতে গেলে আদালত জামিন আদেশ বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।