সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বলিউডের তারকা আলিয়া ভাট। ফাইল ছবি
বিনোদন ডেস্ক : করোনার সময়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড তারকারা। সম্প্রতি আলিয়া ভাট এমন এক প্রসঙ্গে সংবাদের শিরোনামে এলেন। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য মাস্ক, পিপিই পাঠাতে শুরু করেছেন বলিউডের একাধিক অভিনেতা, সেই সময় একটু অন্য রাস্তায় হাঁটলেন আলিয়া ভাট। কঠিন সময়ে চিকিৎসা ও চিকিৎসা কর্মীদের এক টুকরো করে ভালবাসা পাঠালেন আলিয়া।
সমপ্রতি চিকিতসক শ্রীপদ গঙ্গাপুরকর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি জানান, আলিয়া ভাট তাদের জন্য চকোলটেসহ বেশ কিছু মুখরোচক খাবার পাঠিয়েছেন।
আলিয়া বলেন, ‘আমি চেষ্টা করেছি আাামর পক্ষ থেকে যতটা করা যায়। বিশ্বের সব চিকিৎসকদের স্যালুট। তারা এই সময়ে কাছে থেকে যেই যুদ্ধ করছেন, তাদের দায়িত্ববান আচরণ না থাকলে আমাদের কী হত জানি না। সবার জন্য ভালোবাসা। আমরা সবাই এক হয়ে কাজ করবো।’
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস