সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক হলো বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের। আগামী ডিসেম্বরে শীতকালে তাদের বিয়ে হবে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মহেশ ভাট পরিবারও রণবীরকে জামাই হিসেবে ইতিমধ্যেই মেনে নিয়েছে।
গত বছর মহেশ ভাট ‘দ্য টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাত্কারে রণবীর সম্পর্কে বলেন, ‘অবশ্যই ওরা প্রেম করছে। আমি রণবীরকে ভালোবাসি… ও খুব ভালো ছেলে। ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’
আপাতত সঞ্জয় লীলা বানসালীর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং করছেন আলিয়া। এরপর করণ জোহরের ড্রিম প্রজেক্ট ‘তখত’-এর শুটিং শুরু করবেন আলিয়া।
এর মাঝেই বেজে উঠল বিয়ের সানাই। বলিউড আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে।আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর।
এসএস