রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ছবি-সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটার হওয়ার জন্য প্রথম ট্রায়াল দিতে নড়াইল গিয়েছিলেন সাকিব আল হাসান। শুরুতে যেতে চাননি। পরে ক্রিকেট কোচরা বললেন, ওখানে গেলে মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাবে। সেই টানে এলেন। আর শুরু হলো মাশরাফির সঙ্গে ঘনিষ্ঠতা।
দীর্ঘ এই চলার পথে অনেকবার তাদের সম্পর্ক নিয়ে অহেতুক গুঞ্জন হয়েছে, অনেক আলোচনা হয়েছে। কিন্তু অধিনায়ক হিসেবে বিদায়ের সময় মাশরাফি বললেন, তিনি সাকিবকেই মিস করছেন। আর লন্ডনে এক অনুষ্ঠানে সাকিব বললেন, তিনিও খুব মিস করবেন এই অধিনায়ককে। সেইসঙ্গে বললেন, বোলার হিসেবে আরো কিছুদিন মাশরাফিরসঙ্গে খেলতে চান তিনি।
দীর্ঘ এই চলার পথে অনেকবার তাদের সম্পর্ক নিয়ে অহেতুক গুঞ্জন হয়েছে, অনেক আলোচনা হয়েছে। কিন্তু অধিনায়ক হিসেবে বিদায়ের সময় মাশরাফি বললেন, তিনি সাকিবকেই মিস করছেন। আর লন্ডনে এক অনুষ্ঠানে সাকিব বললেন, তিনিও খুব মিস করবেন এই অধিনায়ককে। সেইসঙ্গে বললেন, বোলার হিসেবে আরো কিছুদিন মাশরাফির সঙ্গে খেলতে চান তিনি।
মাশরাফির সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে সাকিব বলছিলেন, ‘আমার ক্রিকেটের শুরু থেকেই তার সঙ্গে পরিচয়। ২০১১ সাল পর্যন্ত আমরা সবসময়ই একইসঙ্গে থাকতাম। বিশেষ করে বিয়ের পরে খেলার বাইরে বেশিক্ষণ একসঙ্গে থাকার সুযোগ হয় না। তার পরিবার আছে, আমার পরিবার আছে। আগে আমরা এতো বেশি ক্লোজ থাকতাম, খাওয়া থেকে শুরু করে সবসময়। স্বাভাবিকভাবে যখন বিদেশ সফরে থাকতাম। আমরা চার-পাঁচ জন কিংবা টিম অনুযায়ী খেতে যাওয়া কিংবা কোথায় গেলে একসঙ্গে মুভ করতাম। স্বাভাবিকভাবেই অন্যরকম অ্যাটাচম্যান্ট ছিল। এগুলো সবই ক্রিকেটের বাইরে। আর ক্রিকেটেতো অনেক অনেক স্মৃতি রয়েছে। ভালো খারাপ মিলিয়ে আসলে চিন্তার বাইরে যে কত স্মৃতি আছে।’
মাশরাফিকে মিস করার প্রসঙ্গ আসতে সাকিব আরো স্মৃতিচারণ করে বললেন, ‘স্বাভাবিকভাবেই আমরাতো তাকে সবাই মিস করব। যেহেতু এতদিনের সঙ্গী স্বাভাবিকভাবেই তাকে যখন হারাবেন আপনি খুব বেশি করেই মিস করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার এত বেশি দায়িত্ব এখনো আছে। আশা করি তার দায়িত্বগুলো ক্রিকেট মাঠে যেভাবে পালন করছেন, সেভাবেই পালন করতে পারবেন।’
মাশরাফি অধিনায়ক হিসেবে নিজের শেষ সময়ে সাকিবকে মিস করার কথা বলেছেন। সে প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘স্বাভাবিকভাবেই মিস করার একটা বড়ো কারণ এটাই। আমার ক্ষেত্রেও এটা হলেও তার ক্ষেত্রেও এটাই হওয়ার কথা। কারণ হচ্ছে আমাদের এত বেশি স্মৃতি ক্রিকেটিং ক্যারিয়ারে। ক্রিকেট শুরু হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। মিসের বিষয়টা এই কারণেই এসেছে। আমরা যে ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট, এর আগে আরো পাঁচ বছর আমি জাতীয় দলে আসার আগ পর্যন্ত। ১৮ বছর আমি তাকে চিনি। স্বাভাবিকভাবেই তার সঙ্গে অনেক বড়ো সম্পর্ক আমাদের। কোনো কোনো ক্ষেত্রে সেটা পরিবারের চেয়েও বড়ো। আমিও তাকে অনেক বেশি মিস করব। যেহেতু শুধু অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, স্বাভাবিকভাবে আরো কিছু সময় হয়তো আছে। বেশি কিছুদিন হয়তো আমরা একসঙ্গে খেলতে পারব।’
মাশরাফির পর কে অধিনায়ক হবেন, সেটা বলতে গিয়ে সাকিব বলছিলেন, ‘আমি নিশ্চিত বিসিবি সঠিক সিদ্ধান্তই নেবে অধিনায়ক ঠিক করতে। যে কয়জন অপশন আছে আমি নিশ্চিত যে কাউকে দিলেই সে ভালো করবে। অবশ্যই এর ভেতর যে সেরা তাকেই বিসিবি পছন্দ করবে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস