রবিবার, ২৫ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে স্বামীর লাঠির আঘাতে বৃষ্টি (২১) নামের এক গৃহবধূ খুন হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাদশা দেওয়ানের মেয়ে। থানা পুলিশ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শুভ্রত (২৮) নামের এক যুবককে আটক করেছেন।
নিহত গৃহবধূর মামা আবু তাহের জানান, তার ভাগ্নী বৃষ্টি ৩ বছর আগে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের আজমত আলীর পুত্র তারেককে (২৪) ভালবেসে বিয়ে করে। প্রায় ৫/৬ মাস যাবত তারা জায়গীর গ্রামে হাফিজুলের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। স্বামীর-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়ার এক পর্যায়ে তারেক বৃষ্টিকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ঘাতক স্বামী পালিয়ে যায়। বাড়ির মালিক হাফিজুলের মা খাদিজা বলেন, আমাদের বাড়িতে বাসা ভাড়া নিলেও স্বামীর-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে বৃষ্টি বেশির ভাগ সময় তার বাবার বাড়ি পার্শ¦বর্তী কাঞ্চনগর গ্রামে গিয়ে থাকতো।
এদিকে, নিহত বৃষ্টির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তার বাবা বাদশা দেওয়ানের প্রতিবেশী সিদ্দিকের বাড়ির রাখাল শুভ্রত নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত শুভ্রত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গামের নিতাই মন্ডলের পুত্র। পুলিশ জানিয়েছে, এলাকাবাসির তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। সিংগাইর থানার এসআই ও সুরতহালকারী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বলেন ,নিহতের মাথায় কাঠের লাঠি দিয়ে ২-৩টি আঘাত করা হয়েছে। যে কারণে লাশের মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ হাফিজুর রহমান, ওসি মোঃ আব্দুস সাত্তার মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএস