মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি মন্দিরে বাবা অজয়ের সঙ্গে পূজো দিতে যান নিশা দেবগন। ওইসময় নিশার পড়নে ছিলো নীল রঙের প্যান্টের সঙ্গে হলুদ ক্রপ টপ। আর এসময় পরপর ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। বাবার সঙ্গে মেয়ের মন্দিরে পুজো দেওয়ার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে অর্ন্তজালে।
অজয়ের সঙ্গে নিশার ওই ছবি দেখে জোর সমালোচনা শুরু করে দেন নেটিজেনদের একাংশ। নীল রঙের প্যান্টের সঙ্গে হলুদ ক্রপ টপ পরে নিশা কীভাবে মন্দিরে গেলেন, তা নিয়ে জোর সমালোচনার মুখে পড়তে হয় অজয়-কাজলের মেয়েকে।পাশাপাশি ওই ধরনের পোশাক পরিয়ে অজয় দেবগন কীভাবে মেয়েকে নিয়ে মন্দিরে গেলেন, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নিশাকে। কখনো পোশাক নিয়ে আক্রমণ করা হয় তাকে, আবার কখনও মেকআপ নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে তাকে।
এস সি